শখের কাজ ও আয়
Rating: Unrated
বাংলাদেশ জাতীয় জাদুঘর সহকারী কিপারঃ চারুকলা বা শিল্পকলার সম্মানসহ স্মাতকোত্তর। মুভি ক্যামেরাম্যানঃ স্মাতক। শেষ তারিখঃ ২৭ মে। ঠিকানাঃ মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা-১০০০। সূত্রঃ ১২ মে, ডেইলি স্টার। পৃ· ২১
হতে পারেন সফল নার্সারি মালিক
Rating: Unrated
আমাদের দেশে একটি বিপুল সম্ভাবনাময় খাত হলো নার্সারি সেক্টর, যেখানে রয়েছে আয়ের ব্যাপক সুযোগ। একটি নার্সারি করে আপনি যেমন আয়ের সুযোগ সৃষ্টি করতে পারেন, তেমনি এখান থেকে রয়েছে আপনার বনায়ন সৃষ্টির পেছনে অবদান। একদিকে আয়ের সুযোগ, অন্যদিকে সামাজিক কার্যক্রম। হতে পারেন একজন সফল চারা উৎপাদনকারী ও সমাজের জন্য নিদর্শন।
অবসরের পর নতুন জীবন
শখের কাজ ও আয় , পেশা পরামর্শ
Rating: Unrated
আমেরিকায় এক সমীক্ষায় দেখা গেছে, চাকরি থেকে অবসরের পর প্রায় ১৪ ভাগ মানুষ আবার নতুনভাবে কাজে যোগদান করছে। দিনে দিনে এর হার আরো বাড়ছে। আমাদের দেশের মানুষও নতুনভাবে কাজ করতে চাচ্ছে কিন্তু সুযোগের অভাবে কেউ পারছে না। আবার কেউ ভাবছে, এ ৫৭ বছর বয়সে কাজ করা কি আর সম্ভব? কিন্তু একটু ভেবে দেখুন তো, এ দেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন কিংবা আমাদের দেশের নীতি নির্ধারণী কাজে যারা ব্যস্ত অথবা যারা সরকারি চাকরি থেকে অবসরের পর রাজনৈতিক প্ল্যাটফর্ম দাড় করিয়েছেন তাদের কথা, তাদেরও উচ্চ পর্যায়ের বেশির ভাগ লোকই কিন্তু আপনার বয়সী। তাছাড়া আমাদের সংবিধানে যার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার বিধান রয়েছে তিনিও কিন্তু চাকরি থেকে অবসরের দুই বছর পর এ গুরুদায়িত্ব পালন করতে পারেন।
নারকেলের মালাঃ শৌখিন পণ্যের ব্যবসা
শখের কাজ ও আয়
Rating: Unrated
শৌখিনতা নাকি মানুষের রুচি আর ব্যক্তিত্বে প্রকাশ পায়! ঘরদোর সাজাতে নানা উপকরণ তো রয়েছেই; আবার নিজেকে সাজাতেও নানা রকম উপকরণ ব্যবহার করা যায়। যদি সেগুলো হয় একটু আলাদা ধাঁচের, ক্ষতি কী? শখের জিনিসপত্রে সুন্দর হয়ে উঠতে পারে ঘরদোর। আর এসব শৌখিন জিনিসপত্র তৈরি করাটা হতে পারে অনেকেরই পেশা বা ব্যবসা।
শখ থেকে আয়ঃ ঘরে রঙিন পাখি
শখের কাজ ও আয়
Rating: Unrated
সেকাল-একাল নয়, সব কালেই নীল আকাশে বর্ণিল উড়ন্ত পাখিকে দেখে মানুষ হয়েছে মুগ্ধ। পাখির প্রতি তীব্র আকর্ষণ থেকেই কেউ কেউ পাখি পুষে তাকে করেছে পরিবারের সদস্য। তবে পাখি পোষার কাজটি সহজ নয়। শখের কাজটিকেই যদি আয়ের পন্থায় পরিণত করতে চান, তবে এ বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। তার আগে পোষা পাখি ও বন্য পাখি কী, তা জানিয়ে দিই। পোষা পাখি একমাত্র সেই পাখি, যে পাখির জ্ন খাঁচায় এবং সে পাখি খাঁচাতেই বেড়ে ওঠে। খাঁচাতেই বাচ্চা দেয়।
শখ থেকে আয়ঃ অ্যাকুরিয়ামে রঙিন মাছ
শখের কাজ ও আয়
Rating: Unrated
মানুষের শখের মধ্যে জনপ্রিয় একটি হলো অ্যাকুয়ারিয়ামে রিঙন মাছ পোষা। একটি অ্যাকুয়ারিয়াম আপনার মনকে প্রফুল্ল রাখতে পারে। অ্যাকুয়ারিয়ামের দিকে তাকালে যেন মনে হয় এক টুকরো সমুদ্র। ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিতে এর জুড়ি নেই। অ্যাকুয়ারিয়ামে মাছ পোষা শখ হলেও এটি এখন আর শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই। এ শখ থেকে আয়ও করা যায়।
মুদ্রা সংগ্রহঃ শখ থেকে আয়
শখের কাজ ও আয়
Rating: Unrated
বাবার দেওয়া তিন-চারটা স্মারক মুদ্রা বা বিদেশি বন্ধুর কাছ থেকে পাওয়া সে দেশের দুষ্প্রাপ্য একটি মুদ্রা দিয়েই হয়তো সংগ্রহের শুরু। প্রাথমিক পর্যায়ে এলোমেলোভাবে জমানো হলেও, যদি জ্ঞানবর্ধক মুদ্রা জমিয়ে হতে চান একজন ভালো সংগ্রাহক এবং করতে চান আয়, তবে সে পথও খোলা আছে আপনার জন্য।
ডাকটিকিটঃ শখ থেকে আয়
শখের কাজ ও আয়
Rating: Unrated
ডাকটিকিট সংগ্রহ একটি প্রাচীন বিনোদন ও শিক্ষামূলক শখ হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। ডাকটিকিট শুধু এক টুকরো রঙিন কাগজ নয়, এটি একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি-মোট কথা তার পরিচয় তুলে ধরে। ফিলাটেলি বা ডাকটিকিট সংগ্রহ করে এক দিকে যেমন পাওয়া যায় নির্মল আনন্দ, তৃপ্তি তেমনি তা আপনার সামনে খুলে দেবে জ্ঞানের দুয়ার।
Saturday, December 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment